Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

চলমান ইনোেভেশন কার্যক্রম

ইনোভেশন আইডিয়ার শিরোনাম :

Captain of the week

অংশগ্রহণকারী: ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

কিভাবে করবে : প্রত্যেক শ্রেণির শ্রেণি শিক্ষক তার শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে যে শিক্ষার্থী নিয়মিত, শ্রেণি কার্যক্রমে সক্রিয়, বাড়ির কাজ, হাতের লেখা, মনোযোগী,সহপাঠীদের প্রতি আন্তরিক ও সহযোগিতাপরায়ণ,শৃঙ্খলা, পরিষ্কার পরিচ্ছন্ন, শ্রেণির শৃঙ্খলা ও পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে ভূমিকা পালন, সাহিত্য ও সাংস্কৃতি মনা, উদ্যোমী, আত্মবিশ্বাসী,ভদ্রতা এবং শিক্ষকদের প্রতি শিষ্টাচার এসব গুণাবলীর মধ্যে যার মধ্যে বেশি বিদ্যমান থাকবে সে ঐ শ্রেণিতে Captain of the week নির্বাচিত হবে।

ফলাফল : এই কার্যক্রমের ফলে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী,দায়িত্ব ও কর্তব্য পরায়ন একজন সুনাগরিক হিসেবে নিজেকে গাঢ়ে তুলতে সহযোগিতা করবে। 

খরচ : স্লিপ থেকে কিছু টাকা খরচ করে Captain of the week খ্যাত প্রাপ্তদের সম্মানিত করা যেতে পারে।



ইনোভেশনের শিরোনাম : আমি রাজা।

অংশ গ্রহণকারী: প্রাথমিক বিদ্যালয়ের ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ।

কিভাবে করবে:প্রতি সপ্তাহে প্রতি শ্রেণির শ্রেণি শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সততা, সময়ানুবর্তিতা, পরিষ্কার- পরিচ্ছন্নতা,নেতৃত্ব, সহযোগিতা পরায়ণ,  দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা,ভদ্রতা, ভালো কাজ করা, নিয়মানুবর্তিতা, শিষ্টাচার, শ্রদ্ধাবোধ,নৈতিকতা  এবং মানবিকতা এই 

গুণাবলীর মধ্যে যে শিক্ষার্থী সবচেয়ে বেশি প্রকাশ পাবে তাকে একসপ্তাহের জন্য রাজা হিসেবে ঘোষিত করা হবে।

প্রতি সপ্তাহে রবিবার দুপুর  ১২ টায় সকল শিক্ষার্থীর উপস্থিতিতে রাজার নাম ঘোষণা ও মুকুট পরিয়ে তাকে সম্মানিত করা হবে।

ঘোষিত রাজা এই মুকুট পরে বাড়িতে যাবে এবং প্রতিদিন স্কুলে আসবে নতুন রাজার নাম ঘোষণা না হওয়া পর্যন্ত। 

এ ইনোভেশনের সার্থকতা : প্রতিযোগিতার মাধ্যমে শিশুর পজিটিভ গুণাবলী গুলো চর্চা করে নিজের মধ্যে ধারণ করবে।নৈতিক ও মানবিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে নিজেকে গঢ়ে তুলবে। 

খরচ: এই ইনোভেশনের জন্য কিছু  টাকা স্লিপ থেকে খরচ করে মুকুট এবং প্রয়োজনীয় অন্যান্য জিনিস  ক্রয় করলে তা বারবার ব্যবহার করা যাবে।